শায়েস্তাগঞ্জে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ তালুকদার ইকবাল
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
দেশের ৪৯২তম উপজেলা শায়েস্তাগঞ্জে টানা দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোটরসাইকেল প্রতীকের প্রতিনিধি আব্দুর রশিদ তালুকদার ইকবাল। ২০১৯ সালের নির্বাচনে তিনি প্রথমবার শায়েস্তাগঞ্জ উপজেলার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
বুধবার (২৯ মে) রাত ৯ টায় বেসরকারিভাবে ফল ঘোষণা করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ওসমান গণি।
প্রকাশিত ফলাফল অনুযায়ী আব্দুর রশিদ তালুকদার ইকবাল মোটরসাইকে প্রতীক নিয়ে ১৫ হাজার ৩০০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ নেতা আতাউর রহমান মাসুক ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৭৫৯ ভোট।
মোঃ সুরুজ আলী আনারস প্রতীক পেয়েছেন- ৩১১ ভোট। রকিব আহমেদ দোয়াত-কলম প্রতীক পেয়েছেন- ২৬৭ ভোট।
৩ হাজার ৫৪১ টি ভোট বেশি পেয়ে আব্দুর রশিদ তালুকদার ইকবাল মোটরসাইকে প্রতীক নিয়ে বিজয়ী হন।
ভাইস চেয়ারম্যান হিসেবে আ স ম আফজল আলী টিয়া পাখি প্রতীক পেয়েছেন- ১০৪৫১ ভোট, তার প্রতিদ্বন্দ্বী সফিক মিয়া খন্দকার সরদার চশমা প্রতীকে পেয়েছেন- ৬৫৮৮ ভোট। ৩ হাজার ৮৬৩টি ভোট বেশি পেয়ে আ স ম আফজল আলী টিয়া পাখি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে মোছাঃ মমতাজ বেগম ডলি প্রজাপতি প্রতীকে পেয়েছেন- ১৪ হাজার ১৯৪ ভোট।তার প্রতিদ্বন্দ্বী মিস রুবিনা আক্তার ফুটবল প্রতীকে পেয়েছেন- ১০ হাজার ২৪৮ ভোট। ৩ হাজার ৯৪৬ ভোট বেশি পেয়ে মোছাঃ মমতাজ বেগম ডলি প্রজাপতি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
শায়েস্তাগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ ওসমান গনি বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ২০ নভেম্বর শায়েস্তাগঞ্জকে ৪৯২তম উপজেলা হিসেবে অনুমোদন দেয়া হয়। তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে শায়েস্তাাগঞ্জ উপজেলা গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৫৫ হাজার ৬৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৭ হাজার ৫৩২ জন এবং নারী ভোটার ২৮ হাজার ১৪৭ জন। শতকরা ৫১.৩৮% ভোটার তাদের ভোট প্রদান করেছেন এ নির্বাচনে।