আজমিরীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বিরাট-কুশিয়ারা ফেরিঘাটে বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরো দুইজন।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলার আজমীরিগঞ্জ উপজেলার বিরাট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মুছা মিয়া (৪০), প্রসীতজিথ (৩৮), মনোজিথ লাল (৩৮) ও প্রীতিশ পাল (৪০)। আহতদেরকে আজমীরিগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, তারা ধান-চালের ব্যবসা করতেন। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে বিরাট গ্রাম থেকে নৌকা যোগে আজমীরিগঞ্জ যাওয়ার সময় পথিমধ্যে বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয় এবং আরো ২ জন আহত হয়।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর বক্স চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।