স্টাফ রিপোর্টার :
শায়েস্তাগঞ্জ উপজেলার আলোচিত সামাজিক সংঘটন সুতাং জাগরণী সংসদের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এলিনের কানাডা গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ৯ টায় সুতাং জাগরণী সংসদের অস্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সুতাং জাগরণী সংসদের উপদেষ্টা সৈয়দ জিয়াউর রহমান বিপ্লব, মোঃ গিয়াসউদ্দিন মুখলিছ, আবিদুর রহমান বাদশা, সুতাং জাগরণী সংসদের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান ডিউক, ক্বারী শামীম আহমেদ, সৈয়দ বকুল রহমান, মোঃ বাদল খান, এম এ মামুন আহমেদ সহ অন্যান্য সদস্যবৃন্দ। ইসমাইল হোসেন এলিনের হাতে বিদায়ী শুভেচ্ছা স্মারক তুলে দেন সৈয়দ জিয়াউর রহমান বিপ্লব ও মোঃ গিয়াসউদ্দিন মুখলিছ।
উপস্থিত বক্তারা এলিনের বিদায় উপলক্ষে স্মৃতিচারণ করে বলেন, এলিন ছিল অত্যন্ত মেধাবী ও বিনয়ী একজন ছেলে, সুতাং জাগরণী সংসদের প্রতিষ্ঠাকাল ২০১২ সাল থেকেই সে তার মেধা ও প্রজ্ঞা দিয়ে আমাদের সাথে কাজ করেছে। আমরা এলিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, এবং সে যেন সহিসালামতে কানাডা পৌঁছাতে পারে সে প্রার্থনা করি।
এসময় ইসমাইল হোসেন এলিন বলেন, আমি সুতাং জাগরণী সংসদের সাথে ছিলাম, আছি থাকব, ইনশাআল্লাহ আমি প্রতিষ্ঠিত হতে পারলে দেশের বাইরে থেকেও জাগরণী সংসদকে এগিয়ে নেয়ার জন্য কাজ করে যাব।