নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের বাহুবলে জাতীয় পুষ্টি সেবা কার্যক্রম এর আওতায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও পুষ্টি কমিটির সদস্য সচিব ডাঃ বাবুল কুমার দাশের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার মিজানুর রহমান শাহিনের পরিচালনায় কর্মশালার মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন- আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুমাইয়া আক্তার, সাতকাপন ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, লামাতাশি ইউনিয়নের চেয়ারম্যান আ.ফ.ম. উস্তার মিয়া তালুকদার, মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমেদ, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা জন-স্বাস্থ্য প্রকৌশলী রুমন চন্দ্র রায়, ডিএনআই সরকারি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রণয় চন্দ্র দেব, ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এস.এম নোমান ও ভাদেশ্বর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শ্রীকুমার কৈরী প্রমুখ।
ডাঃ বাবুল কুমার কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, আমাদেরকে সুষম ও পুষ্টিকর খাদ্যের উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণকে সচেতন করা, সুস্থ ও ফিট থাকার জন্য পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণে সচেতন করা, কিশোর-কিশোরী, শিশুদের ও মায়েদের পুষ্টির গুরুত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া, পুষ্টি তাৎপর্য তুলে ধরা, সরকারি নীতি ও পরিকল্পনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে।