নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে তিন জন আহত হয়েছেন।
মঙ্গলবার(১১ জুন)সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী জিএস ব্রাদার্স গ্যাস ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী ট্রাক ও সিলেটগামী প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষ হয় এতে প্রাইভেট কারের তিনজন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠায় । আহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী ট্রাকটি বিকল হয়ে যাওয়াতে মহাসড়কে হঠাৎ দাঁড়িয়ে পড়ে, এতেই সিলেটগামী প্রাইভেটকারটির সাথে সংঘর্ষ হয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল এসে দুর্ঘটনা কবলিত গাড়ি গুলি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়মুর ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।