নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বিশেষ অভিযানে চালিয়ে চার কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে হাইওয়ে থানা পুলিশ।
মঙ্গলবার (১১ জুন) সকালে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম এর নেতৃত্বে এসআই সুজন চন্দ্র মজুমদার সহ একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ গোল চত্ত্বর এলাকায়।
এ সময় সিলেটের দক্ষিন সুরমা উপজেলার কামাল নগর এলাকার মৃত ময়না মিয়ার ছেলে তানভীর হোসেন ছাব্বির (৩৫) কে আটক করা হয় । তার ব্যাগ তল্লাশী করে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য এক লক্ষ টাকা।
এ ব্যাপারে চুনারুঘাট থানায় শায়েস্তাগঞ্জ থানার এসআই মোহাম্মদ উজ্জ্বল মিয়া বাদী হইয়া ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করেন।
বিকেলে পুলিশ আসামীকে আদলতের মাধ্যমে জেল হাজতে পাঠান।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন মাদক বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতিতে আছি। কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেয়া হবেনা। এ অভিযান অব্যহৃত থাকবে।