নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জঃ হবিগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে গরীব ও দুঃস্থদের মাঝে চাউল বিতরণ করা হয়।
বুধবার বিকেলে জেলা রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে দুই শতাধিক গরীব, অসহায়ের এ চাউল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রতিদিনের বাণী’র সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, এটিএন বাংলা টিভি’র জেলা প্রতিনিধি এম এ হালিম, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন দুলাল।
উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আব্দুল্লা আল-মামুন, সহ-সভাপতি মোঃ মুজিবুর রহমান, ফয়সল চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এম এ আজিজ সেলিম, প্রচার সম্পাদক এনামুল হক সায়েম, সহ-প্রচার সম্পাদক এম সজলু, এসডি পিনাক প্রমুখ।