শিব্বির আহমদ আরজু,বানিয়াচং :
হবিগঞ্জের বানিয়াচংয়ে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার (২০ জুন) বাদ মাগরিব কালাই উল্লাহ জামে মসজিদে অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খানের সভাপতিত্বে ও মাওলানা হাদীসুর রহমানের সঞ্চালণায় সভা অনুষ্ঠিত হয়।
এতে সর্ব সম্মতিক্রমে অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খান সভাপতি, মাওলানা শায়খ সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক, মাওলানা হাবিবুল্লাহ জালালীকে সাংগঠনিক সম্পাদক ও মাওলানা আবু হুরায়রাকে কোষাধ্যক্ষ করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটি গঠনকল্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের হবগিঞ্জ জেলা সভাপতি মাওলানা লোকমান সাদী।
এসময় উপস্থিত ছিলেন মহিব উদ্দিন আহমেদ সোহেল, সামছুল হুদা, মাওলানা নাসির উদ্দিন সৌরভ, ক্বারী আলা উদ্দিন, মাওলানা রশিদ আহমদ, আবু মুসা সাদ ও মাওলানা নাঈম আহমদ বারিকী।
কমিটির অন্যান্য সিনিয়র দায়িত্বশীলগণ হলেন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা হাদিসুর রহমান ও সহ-সভাপতি মাওলানা মোবাশ্বির আহমদ খান প্রমুখ। পরবর্তীতে অন্যান্য পদ বিন্যাস করা হবে।