মোহাম্মদ আলী সরকার,শায়েস্তাগঞ্জ :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জুয়েল মিয়া (২৫) ও মঞ্জিল মিয়া (২২) নামে ২ ছাগল চোরকে হাতে নাতে ধরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।
জুয়েল মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর গ্রামের আছকির মিয়ার পুত্র ও মঞ্জিল মিয়া একই উপজেলার বিরামচর গ্রামের ফজলু মিয়ার পুত্র ।
এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ২৫ জুন বেলা সাড়ে ৩টায় শায়েস্তাগঞ্জ পৌরসভার কুটিরগাও গ্রামের খোয়াই নদীর পাড়ে।
এ ব্যাপারে ছাগলের মালিক শায়েস্তাগঞ্জ পৌরসভার কুটিরগাও গ্রামের ফারুক মিয়ার স্ত্রী রোজিনা বেগম জানান, ওই সময় তার ছাগল ২টি ঘরের বারান্দায় বাধা ছিল।
তিনি এসময় বাড়িতে ছিলেন না। কোন লোকজন বাড়িতে না থাকায় এক ফাঁকে চোরেরা ছাগল ২টি ধরে বাড়ির পার্শ্ববর্তী খোয়াই নদীর পাড়ে নিয়ে যায়।
এসময় স্থানীয় লোকজন তাদেরকে দেখে সন্দেহ হলে ছাগলসহ তাদেরকে আটক করে।পরে স্থানীয় জনতা শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ভূইয়া আটক চোরের ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে এবং জুয়েল মিয়া পলাতক আসামী।