বিশ্বনাথ প্রতিনিধি : জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে বিশ্বনাথে প্রায় ৫ শতাধিক গরীব-অসহায়-দুংস্থ পরিবারের সদস্যদের মধ্যে ঈদ-উল ফিতর উপলক্ষ্যে বস্ত্র (শাড়ী-লুঙ্গি) বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে তাঁর নিজ গ্রামের বাড়িতে ওই বস্ত্র বিতরণ করা হয়।
বস্ত্র বিতরণ পূর্ব আলোচনা সভায় শফিকুর রহমান চৌধুরী বলেন, ধনী-গরীব সবাই যাতে সমভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারে সেজন্য সমাজের বিত্তশালী ও প্রবাসীদের এগিয়ে আসতে হবে। জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশ থেকে দারিদ্রতাকে জাদুঘরে পাঠানোর লক্ষ্যে সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছে।
এরপূর্বে একই স্থানে আবদুল মতলিব চৌধুরী মেমোরিয়াল শাখা আয়োজিত দারুল ক্বিরাতের বিদায় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বদরুল আলম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বাইশঘর জামে মসজিদের খতিব মাওলানা মঞ্জুরুল আলম।
দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়ার পরিচালনা বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক মো. আসাদুজ্জামান, আওয়ামী আইনজীবি পরিষদের সদস্য অহিদুর রহমান চৌধুরী, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তজম্মুল আলী, আওয়ামী লীগ নেতা আবদুর রহমান, মহানগর যুবলীগ নেতা শেখ কবিরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুল, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা অপু চৌধুরী, উপজেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম মঞ্জুর, দশঘর ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি রেদুয়াদুল করিম মাছুম, ছাত্রলীগ নেতা মিয়াজ আহমদ।