সৈয়দ হাবিবুর রহমান ডিউক :
টানা বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে পড়েছে শাহজীবাজার সুতাংয়ের ঐতিহ্যবাহী বাশ বাজার, এতে করে বিপাকে পড়েছেন ক্রেতা ও বিক্রেতারা।
দীর্ঘদিনের ঐতিহ্য নিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুতাং নদীর তীর ঘেঁষে অবস্থিত শাহজীবাজার সুতাংয়ের বাশ বাজার।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শাহজিবাজার সুতাং, সুরাবই, পুরাসুন্ধ্যা, নুরপুর, শৈলজুড়া, ব্রাহ্মণডুরা, দাউদনগর, বিরামচর, জগন্নাথপুর, পশ্চিমবড়চর, নছরতপুর, এলাকার গ্রামগুলোতে প্রচুর পরিমাণে বাঁশ রয়েছে।
আর এসব গ্রামের অধিকাংশ মানুষ বাশ কেনাবেচা করে তাদের জীবীকা নির্বাহ করেন। শাহজীবাজার সুতাংয়ে সাধারণত সপ্তাহে দুইদিন রবি ও বুধবারে হাট বসে, তবে স্থানীয় পাইকাররা শনিবার ও মংগলবারে বাজারে বাশ কিনে থাকেন। হবিগঞ্জ জেলা ছাড়াও অন্যান্য জেলার মানুষ ও বাশ কিনতে সুতাং বাজারে আসেন। প্রতিবারের ন্যায় গেল ঈদুল আযহার গরুর বাজার ও সুতাং বাশ বাজারে অনুষ্টিত হয়েছে। এতে করে হাজারো মানুষ ও খুটি গেড়ে গরু বাজারে তুলার কারণে বাশ বাজারের বিভিন্ন খানে খানাখন্দের সৃষ্টি হয়েছে, আর এসব স্থানে বৃষ্টির পানি আটকে হয়েছে জলাবদ্ধতা।
এছাড়াও সুতাং নদীর ব্রীজের সাথে বাশ বাজারের ড্রেনটি ও বন্ধ হয়ে যাওয়ায় পানি আটকে থাকে। সেজন্য বাজারের ক্রেতা ও বিক্রেতাদের প্রতিনিয়তই ভোগান্তি পোহাতে হচ্ছে।
জানা যায়, বছর খানেক সুতাং বাশ বাজারে বেশ কিছু মাটি ফেলে উচু করা হয়েছিল, এরপরে আর বাশ বাজারের কোন উন্নয়ন করা হয়নি, অন্যদিকে, অত্র এলাকায় নিরবচ্ছিন্ন বিদুৎ সংযোগ সেবা চালু রাখার জন্যে প্রতিনিয়তই বাধ্য হয়ে মানুষজন বাশ দেদারছে কেটে ফেলছেন, তাই এইসব এলাকায় আগের চেয়ে বাশের সংখ্যা অনেকাংশে কমে গেছে।
অথচ একসময় সুতাং বাজারে বাশের তৈরি কুলা, ডালা, খাচা, দাড়ি, চাটি পাটিসহ হরেকরকম আসবাবপত্র পাওয়া যেত, এখন এগুলো একদমই কমে আসছে, এমন বাস্তবতায় বাশ বাজার তার ঐতিহ্য হারাচ্ছে।
সুতাং বাজারের বাশ ব্যবসায়ী ইসমাইল মিয়া জানান, বাশ বাজার কর্দমাক্ত হওয়ার কারণে অনেক মানুষ বাজারে বাশ নিয়ে আসতে চাননা, এছাড়া পাইকাররাও আসতে চান না, তিনি বাশ বাজারে মাটি ফেলার জন্য স্থানীয় প্রশাসনের সহযোগিতা চান।
সুতাং বাজারের বাশ শ্রমিক রংগুই মিয়া বলেন, বাশ বাজারে বাশ কাদে নিয়ে প্রতিনিয়তই গাড়িতে উঠানো লাগে, জল আর কাদায় মাটি একাকার হওয়ার কারণে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়, তিনি ও বাশ বাজারের উন্নয়নের দাবি জানান।
এ ব্যাপারে নুরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম জানান, বছর খানেক আগে হবিগঞ্জের সাংসদ আবু জাহির এমপি খাবিকার একটি প্রকল্প থেকে বাশ বাজারের উন্নয়নের জন্য একটা বরাদ্দ দিয়েছিলেন, তখন বেশ কিছু কাজ হয়েছিল। বর্তমানে পুরো বাজারের ড্রেনের পানি এ বাশ বাজারে আসে, সেই সাথে ড্রেনটি বন্ধ হয়ে যাওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে। আমি সুতাং বাশ বাজার রক্ষার জন্য বাজারে গাইডওয়াল নির্মাণের দাবি সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের কাছে জানাচ্ছি, এবং আমার কাছে সুযোগ আসলে আমি সুতাং বাশ বাজারে উন্নয়নের জন্য কাজ করব।