বিনোদন ডেস্ক : আসছে ঈদ উপলক্ষ্যে মুক্তি পেতে যাচ্ছে সালমান খান ও কারিনা কাপুর অভিনীত চলতি বছরের বহুল আলোচিত ছবি ‘বাজরাঙ্গি ভইজান’। তবে তারচেয়েও বড় খবর হচ্ছে পৃথিবীর মোট পঞ্চাশটি দেশে একযুগে মুক্তি পাচ্ছে ছবিটি। যা হিন্দি সিনেমার ইতিহাসে বিরল!
উত্তর আমেরিকা থেকে ভারতের ছোট্ট প্রদেশটি পর্যন্ত আসছে ১৭ জুলাই মুক্তি পেতে যাচ্ছে সুপারস্টার সালমান খানের আলোচিত ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’। যা সালমানের চলচ্চিত্র জীবনেতো বটেই, হিন্দি সিনেমার ইতিহাসেও বিরল।
জানা গেছে, ভারতের বাইরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের প্রায় ৫০টি দেশের অন্তত ৭০০ সিনেমা হলে ঈদ উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে সালমান অভিনীত ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’। সব মিলিয়ে প্রায় পাঁচ হাজারেরও বেশী সিনেমা হলে একযুগে মুক্তি দিয়ে ইতিহাস গড়তে চলেছে ছবিটি।
উল্লেখ্য, কবির খানের পরিচালনায় সালমান খান অভিনীত ‘বাজরাঙ্গি ভাইজান’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আসছে ১৭ জুলাই। ছবিটিতে সালমান ছাড়াও অভিনয় করেছেন কারিনা কাপুর এবং নওয়াজউদ্দিন সিদ্দিকী্।