চুনারুঘাট প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চুনারুঘাট উপজেলা শাখার উদ্যোগে নবনির্বাচিত চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল কাইয়ুম তরফদার ও মহিলা ভাইস চেয়ারম্যান খায়রুন আক্তারকে সংবর্ধনা দিয়েছে উপজেলা ইসলামী ফ্রন্ট।
শনিবার বিকালে উপজেলা হলরুমে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা মোঃ ইয়াকুত মিয়া।
সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী। সংবর্ধীত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল কাইয়ুম তরফদার ও মহিলা ভাইস চেয়ারম্যান খায়রুন আক্তার, মাওলানা কাজী আবুল খায়ের সানু, মুফতি মুসলিম খান, মাওলানা ফজলুল হক,আলহাজ্ব আব্দুল জাহির,মাওলানা তৌফিক রেজা, সাংবাদিক এস এম সুলতান খান মেম্বার,মাওলানা তোফাজ্জল হক আনছারী, কাউসার আহম্মদ রুবেল, আলহাজ্ব ইয়াছিন তালুকদার,মুক্তা হোসেন, মাওলানা আল আমিন, আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা আলহাজ্ব আরব আলী, মাওলানা আব্দুল মুকিত শাহিন, হাজী আব্দুল খালেক, আব্দুল্লা আল মামুন প্রমূখ।
সভায় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদেরকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।