দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক :
চট্টগ্রামের মীরসরাইয়ে বাসের নিচে চাপা পড়ে মো. কামরুল আলম (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কামরুল আলম উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের কাজীর তালুক গ্রামের খোরশেদ আলমের ছেলে। তিনি মঘাদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক।
পুলিশ সূত্রে জানা গেছে, বড়তাকিয়া বাইপাস এলাকায় একটি বাস থেকে নেমে সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন কামরুল। এসময় একটি দ্রুতগামী বাস আরেকটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে বাসটি উল্টে যায়।তিনি বাসের নিচে চাপা পড়েন।
মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বলেন, কামরুল আলম ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন।বাসের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে।
কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. আলমগীর জানান, রাস্তা পার হওয়ার সময় একটি বাস আরেকটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে তিনি বাসের নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কাভার্ডভ্যান ও বাস জব্দ করা হয়েছে।