মোহাম্মদ আলী সরকার,শায়েস্তাগঞ্জ:
শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজের সৌদিয়া হোটেল এন্ড রেস্তোরার মালিক ও যুবলীগ নেতা সুহেল আকরাম(৪৭) আর নেই।তিনি গত রবিবার ১৪জুলাই রাত ৩টা ৫৫ মিনিটে সিলেট মাউন্ড এডোরা হাসপাতালে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। তার জানাযার নামাজ গতকাল রবিবার ১৫ জুলাই তার নিজ বাড়ী চুনারুঘাট উপজেলার রামশ্রী গ্রামে অনুষ্টিত হয়।
জানাযার শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জজকোর্টের পি পি এড: আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক হাজী আনোয়ার আলী, উপজেলা সাবেক চেয়ারম্যান মোঃ আবু তাহের, চুনারুঘাট পৌর মেয়র সাইফুল ইসলাম রুবেল, চুনারুঘাট সদর ইউপি চেয়ারম্যান মোঃ নুমান চৌধুরী,সাবেক চেয়ারম্যান মোঃ কাউছার বাহার, উবাহাটা ইউপির সাবেক চেয়ারম্যান আল হাজ মোঃ রজব আলী, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষক মোঃ সুহেল আহমেদ প্রমূখ।
জানাযার নামাজে শত শত মুসল্লিরা অংশ নেন। মৃত্যু কালে তিনি ২মেয়ে,স্ত্রী, মা,২ভাই,১বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।