হামিদুর রহমান,মাধবপুর থেকে ॥
মাধবপুরের কুখ্যাত মাদক সম্রাট ফেন্সি আকবরের বাড়ীতে অভিযান চালিয়ে ২১০ পিছ ইয়াবা, ৪ বোতল ভারতীয় ফেন্সিডিল,১২৪ পিছ ভারতীয় পাতার বিড়ি, নগদ ১০ হাজার ৯৯ টাকা, ২টি মোবাইল সেট ও দেশীয় অস্ত্রসহ( রাম দা) ফেন্সি আকবরকে আটক করেছে মাদক বিরোধী চোরাচালান ট্রাস্কফোর্স।বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল সাজ্জাদ হোসেন জানান-গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাত ৮টায় দিকে মাধবপুর পৌরসভাধীন ৩নং ওয়ার্ডের পশ্চিম মাধবপুর এলাকার মৃত দিল্লর আলীর ছেলে কুখ্যাত মাদক সম্রাট আকবর আলীর বাড়ীতে মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলামের নেতৃত্বে মাদক বিরোধী চোরাচালান ট্রাস্কফোস অভিযান চালিয়ে ইয়াবা, ভারতীয় ফেন্সিডিল,ভারতীয় বিড়ি, নগদ টাকা ২টি মোবাইল ও দেশীয় অস্ত্রসহ ফেন্সি আকবরকে আটক করে। মনতলা বিওপির কমান্ডার সুবেদার মহি উদ্দিনের নেতৃত্বে বিপুল সংখ্যক বিজিবি সদস্য অংশ নেয়। পরে ওই দিন রাত ১০ টার দিকে ধৃত ফেন্সি আকবর কে ভ্রামমান আদালতের মুখোমুখি করা হলে ভ্রামমান আদালতের বিচারক ও মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম নিজ কার্যালয়ে তাকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।