এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত সদস্য মনোনীত হওয়ায় চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর হোসেন তালুকদারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি ও কালবেলা প্রতিনিধি জামাল হোসেন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠ প্রতিনিধি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সংবর্ধিত ব্যক্তি ও প্রধান অতিথি হিসেবে সাংবাদিক আলমগীর হোসেন তালুকদার উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি সাংবাদিক মহিদ আহমদ চৌধুরী, কামরুল ইসলাম,ইসমাঈল হোসেন,জুনায়েদ আহমেদ,আবুল কালাম আজাদ,এসএম সুলতান,ওয়াহিদুল ইসলাম।
চুনারুঘাট প্রেসক্লাবের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।এতে চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর হোসেন তালুকদার “কেন্দ্রীয় ল ফোরামের যুগ্ম সম্পাদক এবং জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র রিপোর্টার হিসেবে জাতীয় প্রেসক্লাবের সদস্য মনোনীত হওয়ায় এ সংবর্ধনা দেয়া হয়েছে।
এসময় সাংবাদিকতায় তার কর্মময় বর্ণাঢ্য জীবন ও চুনারুঘাটের জন্য কিছু বাস্তবায়নের লক্ষ্যে বক্তব্য রাখেন অতিথিগণসহ সাংবাদিক ফখরুদ্দিন আবদাল, আব্দুল হাই প্রিন্স,শাহজাহান জলি,খন্দকার আলাউদ্দিন,নুর উদ্দিন সুমন,এফ এম খন্দকার মায়া,নোমান আহমেদ, মাসুদ আলম,জিলানী আকঞ্জী,জসিম উদ্দিন প্রমুখ।