প্রেস বিজ্ঞপ্তি :
হবিগঞ্জের চুনারুঘাটে যুবদল নেতার দায়ের করা মামলায় দুই সাংবাদিককে আসামি করায় নিন্দা জানিয়েছে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ আঞ্চলিক প্রেসক্লাব।
জানা যায়, ব্যক্তিগত আক্রোশের জেরে আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি মুতাব্বির হোসেন কাজল, নির্বাহী সদস্য ও প্রতিদিনের বাণীর স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী সরকারকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা মামলায় আসামী করা হয়। মামলাটি করেন যুবদল নেতা মুস্তাফিজুর রহমান।
ভুক্তভোগী দুই সাংবাদিক জানান, তারা পেশাগত দায়িত্ব পালন করতে আন্দোলনের সময় ছাত্রদের পক্ষে থেকে নতুন ব্রিজে সংবাদ সংগ্রহ করেন। কিন্তু একটি কুচক্রী মহল তাদের ব্যক্তিগত আক্রোশ মিটানোর উদ্দেশ্যে তাদেরকে আসামি করেছে। যেটা স্বাধীন সাংবাদিকতাকে ব্যহত করার অপপ্রয়াস। তারা প্রশাসনের কাছে এর সঠিক বিচার দাবী করেন।