মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধ দায়ের করা সকল ষড়যন্ত্র মূলক মামলা দ্রুত প্রত্যাহার চেয়ে গণ সমাবেশ করেছে মাধবপুর উপজেলা বিএনপি সহযোগী সংগঠন।
রোববার বিকেলে মাধবপুর বাস টার্মিনালে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী মিছিল সহকারে অংশ গ্রহন করেন।
উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে গণ সমাবেশে বক্তব্য রাখেন,সেক্রেটারি হামিদুর রহমান হামদু,সহসভাপতি হাজী অলি উল্লাহ, সহ সভাপতি সৈয়দ জাবেদ, সহ সভাপতি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক সুমন চৌধুরী, যুগ্ম সম্পাদক হুসাইন মোঃ রফিক,সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবু্ুর রহমান সোহাগ, সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম মামুন,পৌর বিএনপির সভাপতি হাজী গোলাপ খান, সেক্রেটারি আলাউদ্দিন আল রনি,সাংগঠনিক সম্পদক হাজী ফিরোজ,,যুবদল সভাপতি এনায়েত উল্লাহ, পৌর যুবদলের আহ্বায়ক জনি পাঠান,যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সুজন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির, যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ,ছাত্রদল নেতা মারুফ মিয়া ও রিপন মিয়া , যুবদল নেতা রুবেল আহমেদ,সহ দলের সহযোগী নেতৃবৃন্দ।
গণ সমাবেশে বক্তারা বলেন,স্বৈরাচারী পতিত আওয়ামীলীগ সরকার রাষ্ট্র যন্ত্র ব্যবহার করে বিএনপিকে জনগণের হৃদয় থেকে মুছে ফেলতে দলের কাণ্ডারি শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ছেলে তারেক জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জনগণের কাছ থেকে দুরে রেখেছে।
বিএনপি ও ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে কর্তৃত্ববাদী সরকারের পতন হয়েছে।তাই বর্তমান অন্তর্বতীকালীন বিএনপির জোর দাবি অনতিবিলম্বে তারেক জিয়ার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করতে হবে।দেশের জনগণ তারেক জিয়াকে যেকোন মূল্যে ফিরিয়ে আনবে।