চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাটে কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাপ্পি মিয়া নামে এক ব্যক্তিকে অর্ধলাখ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার ২৯ সেপ্টেম্বর বিকেলে উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুব আলম মাহবুব এর নেতৃত্বে চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের মহিমাউড়া নামক স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এসময় কৃষি জমিতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অপরাধে মহিমাউড়া এলাকার মৃত মাহফুজ মিয়ার পুত্র বাপ্পি মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ তথ্য নিশ্চিত করে রাতে উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুব আলম মাহবুব জানান জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
ভ্রম্যমান আদালতকে সহযোগিতা করে চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক সালাউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ।