লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাই থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে পলাতক আসামী আলী নুর ও বাহার উদ্দিন নামে দুই আসামী কে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সুত্রে জানা যায় মঙ্গলবার (১ লা অক্টোবর)দিবাগত রাতে পুলিশের উপ-পরিদর্শক( এসআই) আক্তারুজ্জামান এর নেতৃত্বে ও লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলীর নির্দেশনায় পি এস আই আয়াত উল্যাহ, এ এস আই আবেদ আলী ও এ এস আই সুমন রায় সহ একদল পুলিশ যৌথ অভিযান চালিয়ে পলাতক আসামী উপজেলার ধর্মপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আলী নুর (২৬) ও তেঘরিয়া গ্রামের মৃত জিতু মিয়ার ছেলে বাহার উদ্দিন প্রকাশ বাহা (৪০) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলীর সাথে আসামী গ্রেপ্তারের বিষয়টি জানতে চাইলে তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামীদের কে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে মর্মে নিশ্চিত করেছেন।