শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে শিশু ধর্ষন মামলার আসামী সাকিব মিয়া(২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, বুধবার (১৬ অক্টোরব) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শয়েস্তাগঞ্জ থানা পুলিশের এসআই আবুল কাশেম ও এসআই হীরক চক্রবর্তী উপজেলার ব্রাক্ষনডোরা ইউনিয়নের শেরপুর আশ্রয়ন কেন্দ্রে অভিযান চালান।
এ সময় শিশু ধর্ষন চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামী সাকিব কে গ্রেফতার করা হয়। সে শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাক্ষনডোরা ইউনিয়নের শেরপুর আশ্রায়ন কেন্দ্রের ফারুক মিয়ার ছেলে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ধারাঃ ৯(৪)(খ) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) এর ধারায় থানায় মামলা করা হয়েছে। এরই প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।