লাখাই প্রতিনিধি :
লাখাইয়ে থানা পুলিশের পৃথক অভিযানে ধর্ষন মামলার আসামী ও ইয়াবা কারবারী কে গ্রেপ্তার করেছে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের এক মহিলা কে ধর্ষণের ঘটনায় ইউপি সদস্য সহ ২ জন কে আসামী করে থানায় মামলা দায়ের করার পর বৃহস্পতিবার( ১৭ অক্টোবর) বিকেলে পুলিশের উপ-পরিদর্শক শৈলেশ চন্দ্র দাস সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে আব্দুল মালেকের ছেলে আবু কালাম(২৭) নামে ধর্ষনকারী কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এবং অপর এক অভিযানে পুলিশের উপ-পরিদর্শক জালাল আহমেদ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে ভাদিকারা গ্রামের চানপাড়া রাস্তা থেকে ভাদিকারা গ্রামের নাছির মিয়ার ছেলে রায়হান মিয়া (২৫) এর শরীরে তল্লাশি করে ২০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমার নির্দেশে আসামীদের নামে ধর্ষন মামলা ও মাদক আইনে পৃথক পৃথক থানায় মামলা দায়ের পূর্বক গ্রেপ্তারকৃত আসামীদের কে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে মর্মে তিনি নিশ্চিত করেছেন।