লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে থানা পুলিশের পৃথক অভিযানে নারী ও পুরুষহ ২ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা পুলিস সুত্রে জানা যায়, শনিবার(১৯ অক্টোবর)দিবাগত রাতে পৃথক অভিযানে পুলিশের উপ-পরিদর্শক (এসআই)শৈলেশ চন্দ্র দাস, সহ উপপরিদর্শক(এসআই) আনোয়ারুল হক ও নাজমুল হায়দার সঙ্গীয় পুলিশ ফোর্স সহ উপজেলার মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি গ্রামে অভিযান চালিয়ে মোঃ লিবাছ মিয়ার ছেলে সজল মিয়া ও ধর্মপুর গ্রামের স্বামী মৃত রেনু মিয়ার স্ত্রী আনোয়ারা বিবি কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করলে তিনি আসামীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত পলাতক আসামীদের কে রোববার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।