মোঃ আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ
আজমিরীগঞ্জ লামা বাজার ও টান বাজরে গতকাল রবিবার আনুমানিক ৪ ঘটিকায় মোবাইল কোর্টের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্টানকে ৫৫ কেজি পলিথিন জব্দ ও ৯০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়,আজমিরীগঞ্জ বাজারের ব্যবসায়ী মেসার্স শামসুল ইসলাম কে ৫ হাজার টাকা,ও ৩৮ কেজি পলিথিন, মেসার্স বিকাশ মোদক কে ৩০০০ হাজার টাকা,ও ১৬ কেজি পলিথিন, প্রজেশ কুরিকে ৩০০ গ্রাম পলিথিন, ৫০০ টাকা,রতন কুরিকে ৭০০গ্রাম পলিথিন, ৫০০ টাকা সহ মোট চারটি ব্যবসা প্রতিষ্টানকে ৫৫ কেজি পলিথিন ও ৯ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
আজমিরীগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম। পরিবেশ অধিপ্তরের সহকারী পরিদর্শক ও অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেন আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি টিম।
এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃমুজিবুল ইসলাম বলেন, অভিযানে প্রায় ৫৫ কেজি পলিথিন জব্দ ও ৯ হাজার টাকা জরিমানা করা হয়ছে, অভিযান চলমান থাকবে।