মোঃ আশিকুর রহমান,আজমিরীগঞ্জ :
এভাবে চলতে থাকলে দেশে একসময় মরুভূমি হয়ে যাবে,হাওরের ১০০ বছর ও আমাদের করণীয়’ শীর্ষক এক কর্মশালায় এ তাগিদ দেন আলোচকরা। হাওর জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করে গ্রামীণ জনকল্যাণ সংসদ ।
উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে মঙ্গলবার বেলা ১১ টায় এ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান। সভাপতিত্ব করেন, জুয়েল ভৌমিক উপজেলা নির্বাহী অফিসার আজমিরীগঞ্জ, সঞ্চালনায় ছিলেন, মোঃমুজিবুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) অতিথি হিসেব আলোচনায় অংশ নেন,শিক্ষক, শিক্ষার্থী, মসজিদের ইমাম, সাংবাদিক, সরকারি কর্মকর্তা বৃন্দ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক জামিল চৌধুরী।
সরকারী হিসেবে সিলেট বিভাগে ৩৭৩টি হাওর আছে। তবে স্থানীয় হিসেবে এ সংখ্যা ৪১৩টি। সিলেটের এই হাওর ও জলাভূমিগুলো অপার সম্ভাবনার আধার। অথচ সঠিক ব্যবস্থাপনার অভাব, সরকারের অদূরদর্শীতা ও স্থানীয় মানুষের অসচেতনতার ফলে হাওরগুলো যেন এখন প্রাণ যায় অবস্থা। দখলে-দুষণে-পলিতে পরিবর্তন হয়ে যাচ্ছে হাওরের গতিপথ। রুদ্ধ করা হয়েছে হাওরের পানি নিষ্কাশন পথ। সিলেটের এই হাওরগুলিতে রক্ষায় অবিলম্বে বাস্তবায়নযোগ্য নিরীক্ষা ও প্রকল্প নেয়া অপরিহার্য। শুধু সিলেটের এই হাওর নয়, সকল জলাভূমি সুরক্ষা, উন্নয়ন এবং ব্যবস্থাপনায় দ্রুত সময়োপযোগী আইন প্রণয়ন।
মূল প্রবন্ধে মহাপরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, সারাদেশের মতো সিলেটের হাওরেও পানি প্রবাহ কমেছে, জলজ প্রাণী কমেছে। বছরে প্রায় ১ বিলিয়ন টনেরও অধিক পলি বাংলাদেশের ভূভাগে আসছে এবং জমা হচ্ছে। যা সুন্দর আগামীর জন্য সুখকর নয়। তিনি বলেন, হাওরের মতো নদীগুলোও ভরাট হয়ে যাচ্ছে। পানির রিজার্ভার কমে যাচ্ছে। এভাবে চলতে থাকলে দেশ একময় মরুভূমি হয়ে যাবে। এজন্য ক্যাপিটাল ড্রেজিং সময়ের দাবি।
হাওর ও জলাভূমিগুলো যদি সঠিকভাবে ব্যবস্থাপনার আওতায় আসে এবং এখানকার সম্পদকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে আজমিরীগঞ্জের চেহারা পাল্টে যাবে, অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে, পর্যটন শিল্পের বিকাশ হবে।