আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ:
নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে পুকড়া ও ফিলিং স্টেশন এর মধ্যবর্তী ব্রীজের নিকটে মঙ্গলবার সন্ধ্যায় এক সড়ক দুর্ঘটনায় চালকসহ মোটরসাইকেল আরোহী দুই জন নিহত। তাদের সহযোগী অপর একজন আহত হয়েছেন। নিহতরা হলেন, নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামের মুজিবুর রহমানের ছেলে আব্দুল কাদির (১৭) ও আব্দুল মজিদের ছেলে কাউছার আহমেদ (২০)।
স্থানীয় সুত্রে জানাযায়,উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কালিয়ারভাঙ্গা ( শায়স্তানগর পাড়া) গ্রামের মুজিবুর রহমানের ছেলে আব্দুল কাদির তার দু’সহযোগী একই গ্রামের আব্দুল মজিদের ছেলে কাউছার আহমেদ ও অপর একজনকে নিয়ে মঙ্গলবার সন্ধ্যার দিকে মোটরসাইকেল যোগে হবিগঞ্জ যাচ্ছিলো। পথিমধ্যে পুকড়া ও ফিলিং স্টেশন এর মধ্যবর্তী একটি ব্রীজের নিকটে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুত গামী একটি ট্রাক মোটরসাইকেল কে চাপা দিলে ঘটনাস্থলেই আব্দুল কাদির নিহত হন। মুমূর্ষু অবস্থায় কাউছার আহমেদ কে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। তবে আহতের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনার খবর নিহতের পরিবারসহ এলাকায় পৌছলে শোকের ছায়া নেমে আসে।