লাখাই(হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলায় তুচ্ছ ঘটনা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত।
রোববার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সিংহ গ্রামের সাইদ মিয়ার ছেলে বকুল মিয়া (৩০) ও একই গ্রামের কদম আলী (৬০)।
স্থানীয়রা জানান, গত শুক্রবার বিকেলে ফল বিক্রি নিয়ে তেঘরিয়া গ্রামের মলাই মিয়ার সঙ্গে সিংহ গ্রামের আফজাল মিয়ার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এর জের ধরে রোববার সকালে তেঘরিয়া গ্রামের লোকজন সিংহ গ্রামের বাসিন্দাদের ওপর হামলা চালান। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষে সিংহ গ্রামের বকুল ও কদম আলীসহ দুইপক্ষের বেশ কয়েকজন আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে আহতদের মধ্যে বকুল ও কদম আলী মারা যান।
হবিগঞ্জের এএসপি সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।