মোহাম্মদ আলী সরকার :
হবিগঞ্জের চুনারুঘাটে শীত কালীন বিভিন্ন জাতের সবজী চাষে লাভবান দুবাই ফেরত প্রবাসী আব্দুল হান্নান। এতে সবজি চাষে আগ্রহী হচ্ছেন অনেক কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্বুদ্ধকরণের মাধ্যমে উপজেলায় এ শীতকালীন সবজী চাষ করা হয়েছে।
আবহাওয়া ও পরিবেশ অনুকুলে থাকলে এ সকল সবজী বাজারে বিক্রি করে বেশ লাভবান হবেন কৃষকরা।আলাপ কালে আব্দুল হান্নান জানান, চুনারুঘাট উপজেলার দেওয়রগাছ ইউনিয়নের চান্দপুরর চা বাগানের প্রতিত জমি ইজারা নিয়ে প্রায় ১০-১৫ একর জমিতে শশা, টমেটো, লাউ চাষ করেন তিনি। এ ফসল চাষ করে ব্যাপক সারা ফেলেছেন স্থানীয় কৃষক দুবাই প্রবাসী আব্দুল হান্নান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চুনারুঘাট উপজেলার চলতি বছরের ফসলের শাক সবজী আবাদে লক্ষ্য মাত্রা ৩১২৫ হেক্টর এর মধ্যে ১৯৬০ হেক্টর প্রতিত জমিতে চাষ করা হয়েছে। এতে সকলই আশা করছেন দেশে সবজির দাম অনেকটাই কমবে। আগামী বছর এ আবাদের পরিমাণ ও উৎপাদন আরোও বৃদ্ধি পাবে।
কৃষক আব্দুল হান্নান বলেন, কৃষি অফিস থেকে বিভিন্ন ধরণের বীজ এবং চারা পেয়ে তাদের পরামর্শে এ চাষ করে লাভবান হয়েছেন তিনি। পরবর্তীতে আরো জমিতে এ চাষ করবেন। তিনি আরো বলেন,তার জমিতে প্রায় ৩০-৩৫ জন বেকার চা শ্রমীক নারী পুরুষ মিলে কাজ করছে।
আব্দুল হান্নানের সবজি চাষে লাভবান হওয়ার সম্বাভনা দেখে এরই মধ্যে এলাকার অনেক কৃষক শীককালীন সবজি আবাদ করার জন্য আগ্রহী হয়ে উঠেছে।
এব্যপারে চুনারুঘাট উপজেলা কৃষি অফিসার রাচনা আক্তার বলেন, চুনারুঘাট উপজেলায় চলতি বছরে ফসলের সাক সবজী আবাদে লক্ষ্য মাত্রার বেশি শীতকালীন বিভিন্ন জাতের সবজি চাষ করা হয়েছে। চুনারুঘাট উপজেলার দেওয়রগাছ ইউনিয়নের দুবাই ফেরত প্রবাসী আব্দুল হান্নান প্রায় ১৫ থেকে ২০ একর প্রতিত জমিতে সবজী আবাদ করেছেন এবং তিনি অধিক লাভবান হবেন বলে তিনি আশাবাদী ।