এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া’র উপস্থিতিতে সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুবের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে।এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় উপস্থিত নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোহাম্মদ রবিন মিয়া অনুভূতি প্রকাশের মাধ্যমে সকল সাংবাদিকগণের সহযোগিতা কামনা করেন।এসময় উপস্থিত সাংবাদিকগণ উপজেলা বি়ভিন্ন বিষয় ও তথ্য প্রদান করেন।
আলোচনা করেন সামাজিক সাংস্কৃতিক ও সীমানা কেন্দ্রীক কার্যক্রম নিয়ে।উপস্থিত সাংবাদিকগণের মধ্যে বক্তব্য রাখেন চুনারুঘাট প্রেসক্লাবের সহ সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু,কাজী মাহমুদুল হক সুজন,এফ এম খন্দকার মায়া,আব্দুল জাহির,হাফিজুর তালুকদার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী গণ।