বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“নারী কন্যার সুরক্ষা করি,সহিংস মুক্ত বিশ্ব গড়ি এ প্রতিপাদ্য কে সামনে রেখে আয়োজিত আলোচনা সভা
সোমবার ( ৯ ডিসেম্বর) দুপুরে লাখাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মুহিতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও)নাহিদা সুলতানা।
আলোচনায় অংশ নেন ৬নং বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, সমাজসেবা কর্মকর্তা শিবলীজ্জামান,বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, সাংবাদিক আশীষ দাশ গুপ্ত ও সাংবাদিক তৌহিদ মোল্লা প্রমূখ।
আলোচনা সভায় বক্তাগন বলেন নারীর অগ্রযাত্রায় নারীরাই প্রধান অন্তরায়। কন্যা শিশু ও নারী মূলত নির্যাতন ও বৈষম্যের শিকার হয়ে থাকে তাদের পরিবার ও আপনজনদের নিকট থেকে। তাই নারী নির্যাতন প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। এ ক্ষেত্রে সকলের নিজ নিজ অবস্থান থেকে ঐক্য বদ্ধ প্রয়াস চালাতে হবে। নারীকে শুধু নারী হিসাবে নয়,মানুষ হিসেবে মর্যাদা দিতে হবে। নারী হলো কন্যা, জায়া,জননী।
পরিশেষে জয়িতা অন্নেষনে বাংলাদেশ এ তিন জয়ীতাকে সম্মাননা স্মারক ক্রেষ্ট,ও সনদ তুলে দেন অতিথি বৃন্দ।