আজিজুল হক নাসির: চুনারুঘাট উপজেলার ২ নং আহম্মদাবাদ ইউনিয়নের ৩ টি সেবা সংগঠনের উদ্যোগে গরিব ও দু:স্থদের মধ্যে তেল, চিনি, সেমাই ইত্যাদি খাদ্যদ্রব্য বিতরন করা হয়েছে।
গত ১৭/৭/২০১৫ তারিখ সকাল ১০ ঘটিকায় ১১৬ জন দু:স্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরন করে ফ্রেন্ডস ক্লাব আমুরোড।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ জালাল বিঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর এম এম ফারুক ।সভাপতিত্ব করেন,২নং আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ ¡ আবেদ হাসনাত চৈাধুরী সনজু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ,আমুরোড হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব আলাউদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আব্দর রহমান আজাদ,উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সাধারন সম্পাদক মাস্টার জালাল উদ্দিন,প্রাক্তন মেম্বার সিদ্দিকুর রহমান মানিক।ফেন্ডস ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুর রহমান সবুজ,দুলাল মিয়া,বেলাল আহমদ সোহান,গাজিউর রহমান রাসেল,মনজিল হোসেন,মোহাম্মদ আলি, জুয়েল আহমদ(এনামুল হক)।প্রবাস থেকে সহযোগিতা করেন শরিফুর রহমান,হারুনুর রশীদ রুবেল,হেলাল আহমদ,লিটন মিয়া,টিপু ও নোমান।
সকাল ১১.৩০ মিনিটে রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রেরনার সামগ্রী বিতরন করা হয় ।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ার¤্যান আবেদ হাসনাত চৈাধুরী সনজু ।সভাপতিত্ব করেন বাবু কার্তিক দেবরায় ।মাস্টার সুমন দেবরায় পরিচালিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,রাজার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবরায়,কামরুল হাসান শামিম,উজ্জল প্রমূখ ।
বিকাল ৩ ঘটিকায় আহম্মদাবাদ মানব কল্যাণ সংঘের উদ্যোগে পারুল ট্রেডার্সে ৮৮ দরীদ্রকে ঈদেও খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আবেদ হাসনাত চৌধুরী সনজু ।
সভাপতিত্ব করেন আমুরোড বাজার পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আজাদ ।উপস্থিত ছিলেন,ইউপি যুবলীগের সাংগঠনিক সম্পাদক ্ও বাজার পরিচালনা কমিটির ক্যাশিয়ার বেলাল আহমেদ,সাবেক ছাত্রলীগ সেক্রেটারী ও আহ ম্মদাবাদ সাহিত্য পরিষদের নির্বাহী সদস্য আশিকুর রহমান,ইউপি ছাত্রলীগ সেক্রেটারী ওয়াহিদুল ইসলাম,মানব কল্যাণ সংঘের সহসভাপতি আক্তার হোসেন,সাংগঠনিক স ম্পাদক আকরামুল হক এমরান,যুগ্ন সাধারণ সম্পাদক টিপু সুলতান,ক্যাশিয়ার আশিক চৌধুরী,সদস্য আক্তারুজ্জামান আক্তার,মো: ইব্রাহিম,মো: শাহিন,এস এইচ শাহিন,বেলাল আহমেদ,ফারুক আহমেদ প্রমূখ ।