এম এ আই সজিব,হবিগঞ্জ:টিকিট সঙ্কট, টিকেট কালোবাজারি, বিশুদ্ধ পানি সংকট, বিশ্রামাগারের অভাব, শৌচাগারের অভাব, অস্বাস্থ্যকর পরিবেশ, হকার, ভিক্ষুক, বখাটে ও ভাসমান লোকদের উৎপাতসহ বিভিন্ন সমস্যায় জড়জড়িত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশন।
অতচ এ জংশন হবিগঞ্জের ২১ লাখ জনসংখ্যার রেল যোগাযোগের একমাত্র মাধ্যম। প্রতিনিয়ত যাত্রীসংখ্যা বাড়লেও বাড়েনি যাত্রীসেবা। ফলে যাত্রী দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। টিকিট কালোবাজারিসহ নানা অনিয়ম-অব্যবস্থা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখানে।
অথচ এই স্টেশন থেকে সরকার প্রতিদিন আয় করছে এক থেকে দেড় লাখ টাকা। আন্তঃনগর ট্রেনের টিকিট চাহিদার তুলনায় অপ্রতুল।
সিলেট-ঢাকা ও চট্টগ্রাম রুটে চলাচলকারী ১২টি ট্রেনের আপ-ডাউনে এই স্টেশনের জন্য মাত্র ৪০৮টি টিকিট বরাদ্দ রয়েছে। যার অধিকাংশই চলে যায় কালোবাজারিদের হাতে।
পরে চড়া দামে সাধারণ যাত্রীদের টিকিট কিনতে হয়। এদিকে স্টেশনটিতে বিশুদ্ধ পানি সংকট, বিশ্রামাগার ও শৌচাগারের পরিবেশও অস্বাস্থ্যকর। বসার স্থান না পেয়ে প্লাটফর্মের মেঝেতে বসে ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় যাত্রীদের।
শৌচাগারের অবস্থা নাজুক, ভোগান্তির শিকার হচ্ছেন নারী ও শিশুরা। ভূক্তভোগী যাত্রীরা জানান, টিকিট পাওয়া যায় না। টিকিট পেলেও ট্রেনে উঠে সিট মেলে না।
অপরিচ্ছন্ন বিশ্রামাগার, শৌচাগার থাকলেও তা তালাবদ্ধ থাকে। সেই সাথে ময়লা আবর্জনা তো আছেই। অবাধ বিচরণ রয়েছে হকার, ভিক্ষুক, বখাটে ও ভাসমান লোকদের। এ ছাড়া প্লাটফর্মে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট।
স্টেশনমাস্টার জানান, এখানে যাত্রীদের তুলনায় টিকিট অপ্রতুল। যে কারণে টিকিট কালোবাজারিদের হাতে চলে যায়। টিকিটের পরিমাণ বৃদ্ধি পেলে যাত্রীদের এ সমস্যা থাকবে না। এ ছাড়া প্রয়োজনীয় লোকবলও নেই এই স্টেশনে। নেই নিরাপদ পরিবেশও। এর চারপাশে সারা রাত বখাটেদের উৎপাত আর অবাধ বিচরণ দেখা যায়।
শায়েস্তাগঞ্জ জংশন, রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসমান গণি মল্লিক জানান, তার এলাকায় কোনো ধরনের অপরাধ নেই। সাধ্যমতো তারা আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে যাচ্ছেন। যদিও কিছুসংখক লোক রাতবর এখানে বিচরণ করেন বলে অভিযোগ করেন কিন্তু মূলত দেখা যায় এরা বিভিন্ন জায়গা থেকে আসা যাত্রী।
আর কালোবাজারির ব্যপারে তিনি বলেন, সামন্য কিছু কালো বাজারি আছে। তবে আমরা সব সময় এদের নজরে রেখেছি।