মোহাম্মদ আলী সরকার, শায়েস্তাগঞ্জ:
শায়েস্তাগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের নতুন ব্রীজ গোলচত্বর এলাকায় যানজট নিরসনে এক অভিযান পরিচালনা করেছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
সোমবার ২০ জানুয়ারি বেলা ১১ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে হাইওয়ে রোডে নির্মাণ কাজের আশপাশে থাকা যানবাহন চালকদের যানজট সৃষ্টি না করার জন্য কড়া সতর্ক করেন।
তাছাড়া হাইওয়ে সড়কে থাকা যানবাহন গুলোকে অন্যত্রে সরিয়ে দেন। যাতে করে হাইওয়ে সড়কের কাজের ব্যাঘাত না হয়।
অন্যদিকে যেন যানজটের সৃষ্টি না হয়। এবং কোন ধরনের দুর্ঘটনা যেন সংঘটিত না হয়।
এ ব্যাপারে আলাপ কালে,হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হক বলেন, শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ গোল চত্ত্বর এলাকাকে যানজট মুক্ত রাখতে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় তিনি আরো বলেন, যানবাহনের চালকরা চলন্ত অবস্থায় যাতে মোবাইল ফোনে কথা না বলে, ধুমপান থেকে বিরত থাকে, বেপরোয়া গতিতে গাড়ি না চালানো ও ওভারটেকিং না করার জন্য যানবাহন চালকদেরকে তিনি অঙ্গীকারবদ্ধ করান।