


বাহার উদ্দিন :
হবিগঞ্জে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রাকৃতজন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) হবিগঞ্জ শহর ও আশপাশ এলাকার বিভিন্ন স্থানে বয়স্ক নারী-পুরুষ এর মাঝে কম্বল বিতরণ করা হয়।
প্রাকৃতজনের পক্ষ থেকে সভাপতি তাহমিনা বেগম গিনি ও সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল এই কম্বল বিতরণ করেন।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে শীত মৌসুমে ঘন ঘন শৈত্যপ্রবাহ হয়। ঠান্ডা বাতাস আর কুয়াশাচ্ছন্ন এই সময়ে কষ্টে থাকেন সুবিধাবঞ্চিত বয়স্ক নারী – পুরুষ। শীতের তীব্রতায় কষ্টে থাকা বয়স্ক মানুষজনের মাঝে প্রতিবছরের মতো এবারও কম্বল বিতরণ করা হয়েছে।