


শেখ মোঃ হারুনুর রশিদ,চুনারুঘাট :
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক ও খেলাফত শ্রমিক মজলিসের সভাপতি প্রভাষক মুহাম্মদ আব্দুল করিম সমসাময়িক চুনারুঘাটের নানান সমস্যা নিয়ে হবিগঞ্জের চুনারুঘাটে কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন।বৃহস্পতিবার (৩০ জানুয়ারি)সন্ধ্যায় চুনারুঘাট দক্ষিণ বাজার পিজ্জা কিং বিডি’তে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে প্রভাষক মোহাম্মদ আবদুল করিম বলেন,চুনারুঘাটের সাড়ে ৪লাখ মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত।খোয়াই নদীর ব্রীজে যানযট,বৈধ বালু মহালের ফাকে অবৈধভাবে বালু উত্তোলনে অতিষ্ঠ জনজীবন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট সহ চুনারুঘাটের সমসাময়িক সকল সমস্যা সংবাদকর্মীদের সাথে মত বিনিময়কালে তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম।চুনারুঘাট উপজেলা যুব মজলিসের সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন মাসুদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি হাফেজ মাওলানা আবিদুর রহমান।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম,সিনিয়র সহ সভাপতি মহিদ আহমদ চৌধুরী, সহ সভাপতি ইসমাইল হোসেন বাচ্চু, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, নয়া দিগন্ত প্রতিনিধি মোঃ মিজানুর রহমান, সমকাল প্রতিনিধি নূর উদ্দিন সুমন,সংগ্রাম প্রতিনিধি শেখ মোঃ হারুনুর রশিদ,ট্রাইবুনাল প্রতিনিধি মোহাম্মদ সুমন, আজকের হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আলী জিন্নাহ চৌধুরী, বিজয়ের প্রতিধ্বনি প্রতিনিধি তোফাজ্জল মিয়া,আই টিভি প্রতিনিধি মোঃ মাসুদ আলম, জবাব দিহি প্রতিনিধি নোমান আহমেদ,উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি হাফেজ আবিদ রহমান সহ খেলাফত মজলিসের স্হানীয় নেতৃবৃন্দ।