জুয়েল চৌধুরী, হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের সিনেমা হল এলাকার রাস্তার বেহাল দশা। সামান্য বৃস্টিতেই হাটুঁ পানি জমে থাকে।
ওই এলাকার দোকানপাট, বাসাবাড়ি পানিতে তলিয়ে যায়। এলাকাবাসির অভিযোগ গত ৫ বছর ধরে রাস্তাটি ভেঙ্গে খানা খন্দকে পরিণত হয়েছে। ড্রেনেজের কোন ব্যবস্থা নেই। সামান্য বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় ওই এলাকা।
প্রভাবশালী মহল ড্রেন দখল করে বাসা বাড়ি নির্মাণ করায় পানি নিষ্কাষনের কোন রাস্তা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ওই এলাকার কাউন্সিলরকে বারবার অভিযোগ করার পরও তিনি এর কোন পদক্ষেপ নেননি।
সোমবার গিয়ে দেখা যায় ওই এলাকার রাস্তার বেহাল দশা। ভেঙ্গে খান খান হয়ে গেছে। অতি কষ্টে মানুষ চলাচল করছে।