বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে মঙ্গলবার গাড়ি ভাড়া বৃদ্ধি ও যাত্রীদের সঙ্গে অসদাচরণের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা। বিশ্বনাথ-হাবড়াবাজার সড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে এলাকাবাসী। ফলে যাত্রীদের পুহাতে দূর্ভোগ। ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছেন।
এব্যাপারে কোনো সমাধান না হলে গাড়ি চলাচল বন্ধ থাকবে বলে এলাকাবাসী জানান।
জানাগেছে, বিশ্বনাথ-মিরেরচর,ইলামেরগাঁও সড়কে দীর্ঘদিন ধরে অটোরিশকা চালকরা যাত্রীদের সঙ্গে অসদাচরণ করে আসছে। এছাড়া বিশ্বনাথ থেকে মিরেরচর গ্রামে যেতে ৬ টাকার স্থলে ১৫ টাকা ভাড়া বৃদ্ধি করায় ফুঁসে উঠেন এলাকাবাসী। সরকারী নিয়ম অনুযায়ী প্রতি কিলোমিটারে ৬ টাকা ভাড়ার স্থলে ১০ টাকা বৃদ্ধি করে চালকেরা। কিন্তু সম্প্রতি ১৫ টাকা ভাড়া বৃদ্ধি করা হয়। ভাড়া নিয়ে প্রায় সময় যাত্রীদের সঙ্গে অসদাচরণ করে চালকরা। গতকাল মঙ্গলবার ভাড়া বৃদ্ধি ও যাত্রীদের সঙ্গে অসদাচরণের প্রতিবাদে সড়ক অবরোধ করে স্থানীয়রা।
মিরেরচর গ্রামের ইসমাঈল আলী মেম্বারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আয়না মিয়া, আব্দুল মতিন, মির্জা রুস্তুম বেগ, আরশ আলী রেজা, সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন, আব্দুল মনাফ, আলতাব আলী, খলিল, শাহাবউদ্দিন, সিতাব আলী, মাছুম, নূর ইসলাম, ইর্শাদ আলী, আব্দুল জলিল, জাহাঙ্গীর মিয়া, সাবুল মিয়া, রফিক মিয়া প্রমুখ।