নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জঃ হবিগঞ্জ জেলা কারাগারে আটক কিবরিয়া হত্যা মামলার আসামী বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব জিকে গউছ এর উপর হামলার আসামী পেশাদার খুনি ইলিয়াস ওরফে ছোটন (৩০) এর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার দুপুরে কারাগার থেকে করা নিরাপত্তার মধ্য দিয়ে তাকে কোর্টে হাজির করে তদন্তকারী কর্মকর্তা এস আই ছানাউল্লাহ ৭ দিনে রিমান্ডের আবেদন করলে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সামশাদ বেগম তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য ঈদের দিন কারাগারে ভিতরে ইলিয়াস জিকে গউছ কে লোহার রড দিয়ে পিছন থেকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করেন। এদিকে এর প্রতিবাদে বিএনপি ও তার অঙ্গ সংগঠন রবিবার অর্ধ দিবস হরতাল পালন করেন।
ইলিয়াস শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদ নগর গ্রামের কণা মিয়ার পুত্র। সে একাধিক হত্যা মামলার আসামী বলে জানাগেছে।