সৌদিআরব প্রতিনিধি : সৌদিআরবে আওয়ামিয়া শহরে বিদ্রোহীদের একটি ঘাঁটিতে নিরাপত্তাবাহিনী অভিযান চালাতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে।এতে চার বিদ্রোহী নিহত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা এসপিএ বলেছে, গত রবিবার বিদ্রোহীদের হামলায় নিরাপত্তাবাহিনীর এক সদস্য নিহত ও একজন আহত হওয়ার পরই এ অভিযান চালানো হলো।
প্রসঙ্গত, ২০১১ সালে যখন আরববিশ্বে গণজাগরণ শুরু হয় তখন এই আওয়ামিয়া শহর থেকেই প্রথম দেশটিতে গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ শুরু হয়। তার পর থেকে দেশটিতে অস্থিতিশীলতার অভিযোগে ২০ জনের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। নিরাপত্তাবাহিনীর সরাসরি গুলিতে এ সব লোক নিহত হলেও সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে তারা নিহত হয়েছে।