জুয়েল চৌধুরী, হবিগঞ্জঃ ১০৫ বছর বয়সের মাকে লুকিয়ে রেখে অপহরণের মামলায় বোন ও ভাগিনাকে ফাসাতে গিয়ে নিজেই ফেসে গেল এক অপহরকারী।
বুধবার সন্ধায় পুলিশ শহরের মাহমুদাবাদ এলাকায় একটি বাসায় তালা বদ্ধবস্থায় বৃদ্ধায় মা ফরচান বিবি কে উদ্ধার করে। এসময় অপহরণ নাটকের পরিচালক ফরচান বিবির পুত্র এখলাছুর রহমান (৪০) নায়ক তার সমন্ধি মহিউদ্দীন বিল্লাল (৩৮) পালিয়ে যায়।
এ ঘটনা নিয়ে হবিগঞ্জ ও মাধবপুরে তোলপাড় শুরু হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, মাধবপুর উপজেলার সুন্দর পুর গ্রামের মৃত আরফান আলীর স্ত্রী ফরচান বিবি (১০৫) কে তার পুত্র এখলাছুর রহমান ও পুত্ররা মহিউদ্দীন ২০১৩ সালের ২৭ ডিসেম্বর রাতে গায়েব করে ফেলে। এ পর্যায়ে বিভিন্ন স্থানে তাকে রেখে অবশেষে শহরের মাহমুদাবাদ এলাকায় মহিউদ্দীন বিল্লালের বাসায় আটক করে রেখে এখলাছুর রহমান তার বোন জহুরা বেগম ও ভাগিনা মুর্শীদ কামিল কে আসামী করে মামলা দায়ের করে, পৈত্তিক সম্পিতি নিয়ে বিরোধ থাকার কারণে এ ঘটনা নাটক সাজায় এখলাছ।
দীর্ঘদিন পুলিশ বিভিন্ন স্থানে খোজাখুজি কের কোথাও ফরচান বিবি সন্ধান পাওয়া যায়নি। অবশেষে পুলিশ নিশ্চিত হয় বিল্লাল ও এখলাছুর রহমান তাকে ওই বাসায় আটক করে রেখে। বুধবার ওই সময় মাধবপুর থানা এস আই মাসুদুর জামান ও সদর থানার এস আই ওমর ফারুক ছানাউল্লাহ নেতৃত্বে একদল পুলিশ ওই বাসায় অভিযান চালায়। এসময় তালা ভেঙ্গে ফরচান বিবি কে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশের কাছে ফরচান বিবি অপহরণের নাটকের কথা স্বীকার করে।
এ ব্যাপারে মাধবপুর থানা ও সদর থানার এস আই জানান, পুত্র মাকে লুকিয়ে অপহরণের মামলা করেছিল। মা তা পুলিশের কাছে স্বীকার করেছে। মহিউদ্দীন ও এখলাছুর রহমানকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।