হামিদুর রহমান,মাধবপুর থেকে ঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার অবহেলিত একটি গ্রামের নাম শাহজালালপুর। উপজেলার চৌমুহনী ইউনিয়নের ওই গ্রামটির পূর্ব অংশে আজও বিদ্যুৎতের আলো পৌঁছেনি,যোগাযোগ ব্যবস্থার অবস্থাও খুবই নাজুক,নেই কোন প্রাথমিক বিদ্যালয়।গ্রামের শিশু কিশোররা পায়ে হেঁটে অনেক দূরে বিদ্যালয়ে যেতে হচ্ছে।শাহজালালপুর গ্রামের সঙ্গে যোগাযোগের অন্যতম রাস্তাটি হচ্ছে চৌমুহনী-শাহজালাল পুর সড়ক। চৌমুহনী-শাহজালালপুর সড়কটির জয়পুর মসজিদ বাজার অংশ থেকে শাহজালালপুর পর্যন্ত সড়কটি দীর্ঘদিনেও পাকা না হওয়ার ফলে কাচাঁ সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। জয়পুর মসজিদ বাজার ঘেষা ভারতীয় সীমান্তবর্তী শাহজালালপুর গ্রামের লোকদের দুঃখ,দর্দশার অন্ত নেই। সরেজমিনে শাহজালালপুর গ্রামে ঘুরে এ গ্রামের লোকদের সাথে লোকদের সাথে কথা বললে তারা জানায়,জয়পুর মসজিদ বাজার থেকে শাহজালালপুর পর্যন্ত সড়কটি দীর্ঘদিনেও পাঁকা না হওয়ার কারণে বিশেষ কোন যানবাহন চলাচল করে না। তাই পায়ে হেঁটে চলাচল করতে হয়। কিন্তুু বর্ষাকালে পায়ে হেঁেটও চলাচল করা যায় না।বুধবার সকালে সরেজমিনে রাস্তাটি পরিদর্শনে গিয়ে দেখা যায়,বর্তমানে সড়কটি জনগণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এটিকে দেখতে সড়ক মনে হয় না অনেকটা ধান রোপনের জমি মনে হয়। চৌমুহনী-শাহজালপুর সড়কের এই অংশের হাঁটু সমান কাদা দেখলে মনে হয় যেন এই মাত্র ধানের চারা রোপনের জন্য হাল চাষকরে জমি প্রস্তুুত করা হয়েছে।প্রতিদিন এই সড়কটি দিয়ে শাহজালালালপুর সহ পাশ্ববর্তী হরিণখোলা,পূর্ব রাজনগরের হাজার হাজার নারী পুরুষসহ স্কুল কলেজের ছাত্রছাত্রী চলাচল করে।এলাকাবাসী দীর্ঘদিন ধরে ওই সড়কটি পাকাঁ করণের দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ কার্যত কোন ব্যবস্থা নিচ্ছেন না। ফলে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।এলাকাবাসী জনগুরুত্বপূর্ণ ওই সড়কটি দ্রুত পাকাঁ করণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।শাহজালালপুর গ্রামের বাসিন্দা সালাহ উদ্দিন মাষ্টার বলেন,আর কত দিন গেলে আমাদের সুখ-দুঃখের কথা চিন্তা করবেন কে জানে? আমাদের সুখ দুঃখের কথা বিবেচনা করে দ্রুত সড়কটি পাকাঁ করার দাবি জানাচ্ছি।স্বাধীনতা পরিবর্তী এই দীর্ঘ সময়ে দেশের পটপরিবর্তন,ক্ষমতার হাত বদল হয়েছে ভাগ্যের পরিবর্তন হয়নি শাহজালালপুরের বাসিন্দাদের।ওই গ্রামের লোক সংখ্যা হবে কমপক্ষে ২ হাজার । ভোটার রয়েছে ৯ শত। এই গ্রামে প্রাথমিক,মাধ্যমিক,নি¤œ মাধ্যমিক বিদ্যালয় না থাকলেও শিক্ষার দিক থেকে যথেষ্ট এগিয়ে রয়েছে সীমান্তবর্তী গ্রামটির বাসিন্দারা। গ্রামটির শতকরা প্রায় ৬০ জন লোক শিক্ষিত। গ্রামটি শিক্ষার আলোয় মোটামুটি আলোকিত হলেও স্বাধীনতার ৪৪ বছর পরও শাহজালালপুরের পূর্বঞ্চলের বাসিন্দারা বিদ্যুৎতের আলোয় আলোকিত হতে পারেনি।শাহজালালপুরের বাসিন্দা চৌমুহনী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র লিটন মিয়া বলেন,সন্ধ্যার পরেই আমাদের গ্রামে ভূতুরে অন্ধকার নেমে আসে । বিদ্যুৎতের অভাবে অল্প রাতেই গভীর রাত মনে হয়। বিদ্যুৎ না থাকার ফলে আমরা নানা রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি তাই এই গ্রামে দ্রুত বিদ্যুৎয়ানের দাবি জানাচ্ছি।কৃষক গিয়াস উদ্দিন বলেন,গ্রামে বিদ্যুৎ না থাকার ফলে আমরা কৃষকরা জমিতে সেচ দিতে ডিজেল চালিত ইঞ্জিন দিয়ে সেচ দিতে হচ্ছে এতে বিপুল পরিমাণ অর্থব্যয় করতে হচ্ছে। অথচ বিদ্যুৎ থাকলে আমাদের সেচ সুবিধা পেতে ব্যয়বার অনেক কম হতো । তাই শাহজালালপুর বাসীর সুখ দুঃখের কথা বিবেচনা করে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দ্রুত বিদু্যুৎয়ানের দাবি জানাচ্ছি।