চুনারুঘাট প্রতিনিধি ঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলাধীন ছনাও গ্রামের বাবুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। সংঘবদ্ধ ডাকাতদল ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ২ পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্টিলের আলমারী ও কাঠের আলমারীতে থাকা নগদ ৭০ হাজার টাকা, প্রায় ২২ ভরি স্বর্নালংকার, ৫টি মোবাইল সেট ও দামী কাপড়সহ ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে তাদের শোর-চিৎকারে পাশর্^বর্তী ঘরের লোকজন ছুটে এসে তাদের এ অবস্থা দেখতে পায়। খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই হরি দাসের নেতৃত্বে একদল পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনাটি ঘটেছে গত সোমবার গভীর রাতে চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের ছনাও গ্রামের বাবুর বাড়ির সত্য গোপাল দাশ চৌধুরী ও তার ছোট ভাই নারু গোপাল দাশ চৌধুরীর বসত ঘরে। এ ব্যাপারে আলাপকালে সত্য গোপাল দাশ চৌধুরী জানান, গত সোমবার গভীর রাতে বৃৃষ্টি চলাকালীন সময়ে হঠাৎ তার ছোট ভাই নারু গোপাল দাশের ঘরের দরজা ভাঙ্গার শব্দ শুনতে পেয়ে ঘুম জেগে উঠে দরজা খুলেন। দরজা খুলতেই ১৫/২০ জনের এক দল ডাকাত তাকে অস্ত্রের মুখে জিম্মি করে তার ঘরে প্রবেশ করে তার স্ত্রী শুকলা রানী দাস চৌধুরীসহ পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে তাদেরকে মারধোর করে ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।