মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকেঃ
নবীগঞ্জ উপজেলার দেবপাড়া শরীফ নগর এলাকা থেকে বিরল প্রজাতির একটি পান্ডা উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। গতকাল সন্ধায় পান্ডাটি উদ্ধারের পর ভোর রাত ৩টার দিকে বন বিভাগের কর্মকর্তারা নিয়ে যান।
নুরুল শরীফের ভাতিজা শেখ রাসেল শরীফ জানান, উপজেলার দেবপাড়া ইউনিয়নের শরীফ নগর এলাকার লন্ডন প্রবাসী নুরুল শরীফের বাড়ীতে কাজ করতে গিয়ে একলোক গাছের নিচে পান্ডাটি দেখতে পান। পরে স্থানীয় লোকদের সহযোগীতায় পান্ডাটি উদ্ধার করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে প্রাণীটি এক নজর দেখার জন্য এলাকার শত শত উৎসুক মানুষ ওই বাড়িতে ভিড় জমান। এসময় স্থানীয়রা উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক গোলাম রসূল চৌধুরী রাহেলকে মোবাইল ফোনে পান্ডা আটকের বিষয় জানালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ‘র মাধ্যমে বনবিভাগের কর্মকর্তাদের খবর দেন। বন বিভাগ কর্মকর্তারা ভোর রাত পায় ৩টার দিকে দেবপাড়া শরীফ নগর গেলে নুরুল শরীফ নিজে তাদের হাতে তোলে দেন পরে বিরল প্রজাতির পান্ডাটি নিয়ে যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, হাসানসহ একদল চুনারুঘাট বন বিভাগের কর্মকর্তা নিয়ে গেছেন এবং পান্ডাটিকে চুনারুঘাট সাতছরি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।