নবীগঞ্জ প্রতিনিধিঃ
নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক এমপি ও নবীগঞ্জস্থ গোল্ডেন প্লাজার স্বত্বাধিকারী আলহাজ্ব শেখ সুজাত মিয়ার মাতা মরহুম আলহাজ্ব শেখ আমিনা বিবি’র রুহের মাগফেরাত কামনায় গতকাল শুক্রবার বাদ জু’ম্মা এক মিলাদ মাহফিলের আয়োজন করে গোল্ডেন প্লাজা ব্যবসায়ী সমিতি। গোল্ডেন প্লাজা মাকের্টে অনুষ্টিত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মরহুমার ছোট ছেলে সাবেক এমপি শেখ সুজাত মিয়ার সহোদর শেখ আছাব মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু,শাহ শামীম আলম, আহমদ ঠাকুর রানা, সফিক মিয়া, আব্দুল বাকির চৌধুরী এমরান, সাহেব আলী, আশিক মিয়া, রুহান মিয়া, মাহবুব চৌধুরী, শাহ মোস্তাক আহমদ, আব্দুল তাহিদ, মৌঃ- জাকারিয়া, হুমায়ুন খাঁন, আব্দুল আহাদ চৌধুরী, আল আমীন চৌধুরী, দিলাওর রহমান চৌধুরী, ছানু মিয়া, আলী নুর, চারু দেব, নিতেন দেব, পরিতোষ বনিক, শম্ভু বনিক, রূপন দেব, রঞ্জন পাল, নেপাল পাল, সুমন দেব প্রমূখ। মিলাদ শেষে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে এক বিশেষ মোনাজাত পরিচালনা করেন সাবেক সাব-রেজিষ্ট্রার জামে মসজিদের ইমাম।