বানিয়াচঙ্গ (হবিগঞ্জ) প্রতিনিধি :হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গ উপজেলা সদরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই মহল্লার সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন।
শনিবার বিকেলে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
আহতদের বানিয়াচঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, উপজেলা সদরের তাতারী মহল্লার আব্দুস সালাম মেম্বার ও চিলাপাঞ্জা মহল্লার জমসের মিয়া সর্দারের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার(২৪জুলাই) বিকেলে ওই দুই মহল্লার শিশুদের মধ্যে ফুটবল খেলা নিয়ে ঝগড়া হয়।এর জের ধরে শনিবার বিকেলে উভয়পক্ষ দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহতরা হলেন- শাহনূর, আবু ছালেহ, শেলু মিয়া, আবুল হোসেন, মোতাব্বির, মনির মিয়া, আল আমিন, ইমন মিয়া, রুমন, আলাউদ্দিন, কবির মিয়া, দীপক, শাহাব উদ্দিন ও ইমতিয়াজ। বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
খবর পেয়ে বানিয়াচঙ্গ থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী।
তিনি জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। র্পূনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।