চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহেরকে সম্মানা ক্রেস্ট প্রদান
দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
আপডেট টাইম ::
রবিবার, ২৬ জুলাই, ২০১৫
চুনারুঘাট (হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সদর ইউনিয়নের জিকুয়া লস্কর বাড়ির বাসিন্দা আবুদাবী প্রবাসী ও সাবেক মেম্বার আব্দুল আউয়াল ইদন মিয়া লস্কররে উদ্যোগে উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহেরকে সম্মানা ক্রেস্ট প্রদান করেন।
গতকাল শনিবার বিকেলে উপজেলা জিকুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত সভায় ক্রেস্ট প্রদান করা হয়। সদর ইউনিয়ন আওয়ামীলীদের সভাপতি মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্ব্ েও ইউনিয়ন যুবলীগের সেক্রেটারীর আঃ মতিন আফছারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা জেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের।
বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মহালদার, ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী রইছ উল্লা মেম্বার, উবাহাটা ইউপি আওয়ামীলীগ সভাপতি হাজী আকবর আলী, সেক্রেটারী আঃ রউফ, সাংঠনিক সম্পাদক জাহির মিয়া, সদর ইউনিয়ন যুবলীগ সিনিয়র সহ-সভাপতি ও ৭নং ওয়ার্ড মেম্বার কাজল মিয়া, নোমান চৌধুরী, কৃষলীগের যুগ্ম আহবায়ক মোঃ আঃ হক, মানিক মিয়া লস্কর, সাক্কর মিয়া লস্কর, আঃ রশিদ জমাদার, মিজান লস্কর, দুলাল লস্কর, বাহাদুর আলী সরদার, রিমন মিয়া, খেজর মিয়া, ফয়সল মিয়া, মিজানুর রহামান পিপলু, হাবিবুর রহমানহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় শেষে উপজেলা চেয়ারম্যান সনজব লন্ডনী ঈদগাহ ও ২শত গজ গাইট ওয়াল উন্নয়নের জন্য ১লক্ষ টাকা দেওয়ার অশ্বাস দেন।