নিজস্ব প্রতিনিধি : ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জের মাধবপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির (৪২) মৃত্যু হয়েছে। তার পরনে ছিল সাদা পাঞ্জাবি ও পাজামা।
উপজেলার শাহপুরে রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, দুপুরে এক ব্যক্তি লাশটি দেখতে পেয়ে শায়েস্তাগঞ্জ রেল পুলিশকে খবর দেয়।
পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য বিকেল সাড়ে ৩টায় লাশটি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।