চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে অপহরণের ৫দিন পর জানালা ভেঙ্গে অপহরণকারীদের কবল থেকে আত্মরক্ষা করেছে স্কুল ছাত্র আবুল খায়ের (১৪)।
রবিবার দুপুরে তাকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, উপজেলার শানখলা ইউনিয়নের বদরগাজী গ্রামের রহমত আলীর পুত্র সুমন মিয়া (১৮) দীর্ঘদিন ধরে চুনারুঘাট গ্রামীন শক্তিতে টেকনেশিয়ান হিসাবে কাজ করে আসছে। গত মঙ্গলবার মোবাইল ফোনে সুমন মিয়া একই এলাকার গফুর মিয়ার পুত্র (৫০) হাই স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র আবুল খায়েরের সাথে আলাপ করে সিএনজি নিয়ে খায়েরের বাড়ীতে যায়। পরে তাকে নিয়ে সিএনজি যোগে মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে নিয়ে যায় সুমন। নোয়াপাড়া বাজার থেকে খায়েরকে নিয়ে সুমন তার খালার বাসায় যায়।
এদিকে আবুল খায়েরকে বাড়ীতে না পেয়ে পিতা গফুর মিয়াসহ তার স্বজনরা বিভিন্ন স্থানে খোজাখুজি করতে থাকেন। খায়েরের মামা ঠিকাদার দিদার মিয়া সুমনের খোজে গ্রামীন শক্তি চুনারুঘাট অফিসে গিয়ে সুমন সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পান। এরই সূত্রধরে সুমনের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে সুমন মিয়া ও তার সহযোগীরা আবুল খায়েরের পিতার নিকট মোবাইল ফোনে ২ লাখ টাকা মুক্তিপন দাবী করে।
এরপর আবুল খায়েরের পরিবার নিশ্চিত হন তাদের পুত্রকে অপহরণ করা হয়েছে। অপহরণকারী হিসেবে সুমনকেই চিিহ্নত করে খায়েরের পরিবার। খায়েরের পিতা গফুর মিয়া পুত্রকে পেতে সুমনের পরিবারের উপর চাপ সৃষ্টি করেন। এদিকে আবুল খায়ের সুযোগ বুঝে আটককৃত স্থানের জানালা ভেঙ্গে অপহরণকারীর কবল থেকে পালিয়ে আত্মরক্ষা করে ঢাকার সায়দাবাদ বাস টার্মিনালে এসে পৌছে। সায়দাবাদে আসারপর কয়েক ব্যক্তি আবুল খায়েরকে সিলেটের একটি বাসে তুলে দেন। পরে খায়ের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ গোল চত্বরে এসে বাস থেকে নামার পর তার স্বজনরা তাকে উদ্ধার করে রবিবার চুনারুঘাট হাসপাতালে ভর্তি করেন। খায়েরের বাম হাতে ছুরির আঘাতসহ শরীরে রক্তাক্ত জখম রয়েছে।
বর্তমানে সে চুনারুঘাট হাসাপাতালে চিকিৎসাধীন। খায়েরর পিতা বাদী হয়ে অপহরণকারী সুমনসহ ৩ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেছেন। চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।