নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার দুইজন মুক্তিযোদ্ধার গতকাল মৃত্যূবরন করেছেন। তাদের মৃত্যূতে গভীর শোক প্রকাশ করেছেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের কে রাষ্ট্রিয় মর্যাদা রপ্রদান করা হয়েছে।
জানাযায়,গতকাল সোমবার নবীগঞ্জ উপজেলার ১নং ভাকৈর ইউনিয়নের ফতেপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুখময় বৈঞ্চব ও পৌর এলাকার জয়নগরে একেএম ফজলুল করিম মূত্যুবরন করলে প্রশাসনের পক্ষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করেন।